জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা আখ্যা দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, একসময় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ জঙ্গিবাদে আকৃষ্ট হলেও বর্তমানে জঙ্গিবাদ উচ্চবিত্তে প্রবেশ করেছে। উচ্চবিত্ত পরিবারের উচ্চশিক্ষা গ্রহণকারী পাশ্চাত্য ভাবধারায় বড় হওয়া তরুণরা জঙ্গিবাদে নাম লিখিয়েছে। এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একার দায়ভার নয়। এটা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, উচ্চশিক্ষা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসের জন্য নয়।
সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফল সিমেস্টারের এক হাজার শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠানে র্যাবের ডিজি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন নর্থ সাউথ ট্রাস্টি বোর্ডের চেয়্যারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ডের সদস্য এম এ হাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল প্রমুখ। চারটি অনুষদের ১৬ বিভাগে এক হাজার শিক্ষার্থীকে ভর্তি করা হয়। ভর্তি পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী ৬২ শিক্ষার্থীকে ২৫ থেকে ১০০ ভাগ পর্যন্ত বৃত্তি দেয়া হয়।
বেনজীর আহমেদ বলেন, পীর-আউলিয়ার দেশে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসের মাধ্যমে ইসলামের প্রচার সম্ভব নয়। এ দেশে পীর, মাশায়েখ ও আউলিয়ারা ভালোবাসার মাধ্যমে ইসলামের বিস্তার ঘটিয়েছেন। আমরা বর্তমানে ইসলাম প্রচারে নতুন ধারা দেখতে পাচ্ছি, সন্ত্রাস ও বড় ভাইয়ের মাধ্যমে ইসলাম শেখানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতি বয়সের তরুণদের দলে ভেড়াচ্ছে। সামাজিক মাধ্যম ভালো কাজেও ব্যবহৃত হচ্ছে। আবার এই মাধ্যমে জঙ্গিগোষ্ঠী তরুণদের দলেও টানছে। অষ্টম কিংবা নবম শ্রেণিতে পড়ুয়াদেরও দলে ভেড়াচ্ছে। এ বিষয়ে পরিবারকে মনিটরিং করতে হবে। কোনো প্রচারণা দেখলে পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, গুলশানে হলি আর্টিজানের পর বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে সমালোচনার মুখে পড়তে হয়েছে। জঙ্গিবাদ কারো একার ব্যর্থতা নয়। অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হয়নি, কিন্তু তারাও জঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়্যারম্যান আজিম উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের নানা উন্নয়ন তুলে ধরে বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে আমরা প্রস্তুত। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরব প্রতিরোধ রয়েছে। দেশপ্রেম ও জাতীয়তাবোধ শিক্ষা দিতে ধারাবাহিক কর্মকা- চলছে।’ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও নিজ সন্তানের খোঁজখবর নেয়ার আহ্বান জানান তিনি।