বিশেষ খবর



Upcoming Event

রাবি সাংবাদিক সমিতির সভাপতি আদিব, সম্পাদক রনি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

দৈনিক যুগান্তর ও সোনালী সংবাদের হাসান আদিবকে সভাপতি এবং দৈনিক সমকালের মুস্তাফিজ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ২০১৭-১৮ বছরের এ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন বিদায়ী উপদেষ্টা পরিষদ সদস্য এম এ সাঈদ শুভ। সম্প্রতি সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মোস্তাফিজ মিশু (আলোকিত বাংলাদেশ ও চ্যানেল নাইন) ও আবু জাফর (রেডিও পদ্মা), যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (ইত্তেফাক ও রাইজিংবিডি), সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি (নিউ নেশন), কোষাধ্যক্ষ রাশেদ রিন্টু (জাগো নিউজ.কম), দফতর সম্পাদক সাইদ হাসান রাজ (এসবিসি ৭১.কম) প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালেকীন আহমেদ (ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জাহিদ (মানবজমিন), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তালহা তারেক (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (সানশাইন ও প্রিয়.কম), কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিশির মাহমুদ (প্রতিদিনের সংবাদ) এবং কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম (নাগরিক কণ্ঠ) ও শাহরিয়ার শুভ (নিউজ বাংলাদেশ.কম)।
কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন মাহবুব আলম (প্রথম আলো) ও রফিকুল ইসলাম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক রাবিসাস’র সাবেক সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইয়ুম, বিদায়ী কমিটির উপদেষ্টা সুজন নাজির (সকালের খবর) ও সাবেক সহ সভাপতি আমজাদ হোসেন শিমুল (আমাদের সময়)।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img