রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শিক্ষকম-লীর উদ্দেশে বলেছেন, শিক্ষার্থীদের সামনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা তুলে ধরুন। যাতে তারা সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে। এছাড়া প্রতিযোগিতার যুগে টিকে থাকতে ভাল করে পড়াশোনার জন্য অভিভাবকদের সন্তানের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি রবিবার বিকেলে চার দিনের সরকারি সফরে নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলায় এসে স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
হাওড় অঞ্চলের জীবনমান উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ৫৭ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের ভোটে আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এ সময়ের মধ্যে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নীতকরণসহ সার্বিক উন্নয়নে কাজ করেছি।
মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান প্রমুখ।