বিশেষ খবর



Upcoming Event

নিজস্ব ক্যাম্পাসে না গেলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ -শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি এবং একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে সেসব প্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সম্প্রতি রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনউয়ে নিজস্ব ক্যাম্পাসে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যারা একান্তই নিজেরা কোনো অসৎ উদ্দেশে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইন-বিধিমালা মানতে চান না, তাদের সাহায্য-সহযোগিতা দিয়ে টিকিয়ে রাখতে পারবো না, তাদের আইনি পথে বাতিল করতে বাধ্য হবো। এ রকম কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি যারা আন্তরিক তারা সহযোগিতা করবেন, না হলে আমাদের কোনো বিকল্প থাকবে না।
যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান- তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন নাহিদ।
তিনি বলেন, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতে দিতে চাই না। সেগুলোকে বন্ধ করে দেয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা তাদের সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাস স্থাপন করায় খুশি হয়ে নাহিদ বলেন, অদূর ভবিষতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের সমাবর্তন নিজস্ব ক্যাম্পাসে করবে। দেশের বাস্তবতা এবং জনগণের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে টিউশন ফি নির্ধারণের আহ্বানও জানান নাহিদ।
বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি আধুনিকায়নের উপর জোর দেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। সমাবর্তনে এক হাজার ৬১০ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জনকে স্বর্ণপদক দেওয়া হয়। ডিগ্রি প্রাপ্তদের দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান নাহিদ।
তিনি বলেন, আপনারাই হবেন দেশের ভবিষৎ নেতা, রাজনীতি, অর্থনীতি-বাণিজ্য-শিক্ষা-বিজ্ঞান-গবেষণায় নেতৃত্ব দেবেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img