খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে সম্প্রতি নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, নব্বই লাখ টাকার হেকেপ সাপ্লিমেন্টারি প্রকল্পের কার্যক্রম এবং বিসিএস বুক কর্ণার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁর বক্তব্যে বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে গত কয়েক বছর ধরে যে প্রচেষ্টা চলছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশত কোটি টাকার যে উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে তা শেষ হলে আগামী ২০২১ সালে খুলনা বিশ্ববিদ্যালয় হবে দেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। শিক্ষা, গবেষণার মানোন্নয়নের পাশাপাশি এ সময়ের মধ্যে অবকাঠামোগত অনেক সুবিধার সৃষ্টি হবে, ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে দৃষ্টিনন্দন।
ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ মুরছালীন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য আরও বলেন, দুই দশক পর নানা প্রচেষ্টার মাধ্যমে এবং শিক্ষকদের সহযোগিতার ফলে ইউনিফাইড একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছর থেকে শিক্ষাকার্যক্রম শুরু হয়েছে। ১ জানুয়ারি টার্ম শুরু হয়ে জুনে প্রথম টার্ম শেষ হয়েছে এবং আমরা লক্ষ্য করছি একাডেমিক ক্ষেত্রে একটি সুসমন্বিত পরিবেশ ফিরে এসেছে।