বিশেষ খবর



Upcoming Event

শিক্ষার উন্নয়নে সরকারের ভূমিকা অনস্বীকার্য -পরিকল্পনামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, দিন দিন মাদ্রাসা শিক্ষকদের সম্মান বেড়েই চলেছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের ভূমিকা অনস্বীকার্য। দেশের চলমান উন্নয়নের জোয়ারে তাদের আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন একটি সুশৃঙ্খল, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠীর সংগঠন। তারা ইসলামের লেবাসে হঠকারী রাজনীতি করছে না, অপশক্তির ছত্রছায়ায়ও লালিত হচ্ছে না। মন্ত্রী সম্প্রতি নাঙ্গলকোট উপজেলার মৌকারা দরবার শরীফের দারুস সুন্নাত নেছারিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত জমিয়াতুল মোদার্রেছীন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষা অধিদফতর, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কুমিল্লা জেলা সভাপতি ও নাঙ্গলকোট মৌকারা দরবার শরীফের পীর মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দীন ওয়ালি উল্লাহীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার বরুড়া আসনের সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী প্রমুখ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img