বিশেষ খবর



Upcoming Event

মাহাবুবুর রহমান মাউশি’র নতুন মহাপরিচালক

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মহাপরিচালক তাঁর নতুন দায়িত্বে যোগদান করেছেন।
বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা মাহাবুবুর রহমান ১৯৮৫ সালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর সরকারি বিএম কলেজ ও শরীয়তপুরের একটি কলেজে শিক্ষকতা করেন। পরে সরকারি রাজেন্দ্র কলেজে উপাধ্যক্ষ এবং একই কলেজে পাঁচ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৬ সালে ১৭ এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে যোগ দেন তিনি। ১৯৮১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img