বিশেষ খবর



Upcoming Event

যমজদের গ্রাম

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গ্রাম। যেখানে রয়েছে ১২২ জন যমজ শিশু। এজন্য গ্রামটিকে ‘ল্যান্ড অব টুইন্স’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ভেলিকায়া নামের ওই গ্রামটিতে ৪ হাজার লোকের বাস। এর মধ্যে ৬১ জোড়া যমজ সন্তান রয়েছে। ইতোমধ্যে গ্রামটি ইউক্রেনের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। ধারণা করা হচ্ছে, গিনেস বুকেও গ্রামটির নাম উঠবে। স্থানীয়দের বিশ্বাস- গ্রামটিতে বিশেষ এক ধরনের পানি রয়েছে, যা পান করলে যমজ সন্তান হয়। শুধু তাই নয়, এই পানি পান করলে গবাদি পশুরও যমজ সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। তাদের দাবি, এই পানি শরীরকে এক ধরনের বৈশিষ্ট্য দান করে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img