বিশেষ খবর



অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট) এর স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) ও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২৮ অক্টোবর এ স্মারক স্বাক্ষরিত হয়। এতে সই করেন এডাস্ট এসডিআইয়ের চিফ অপারেটিং অফিসার সোয়েব সাজ্জাদ খান ও নর্থওয়েস্টার্ন ওপেন ইউনিভার্সিটির কান্ট্রি ডিরেক্টর এস. এম. আব্দুর রব। এ চুক্তির লক্ষ্য রাশিয়ান ভাষা ও অন্যান্য পেশাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য নতুন শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সেইসঙ্গে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময় বাড়ানো। অনুষ্ঠানে অতিথিরা এডাস্ট-এসডিআই ল্যাংগুয়েজ সেন্টারেরও উদ্বোধন করেন। এখানে পাঁচটি বিদেশী ভাষা শেখার সুযোগ থাকবে। এরইমধ্যে জাপানি ভাষায় প্রশিক্ষণ শুরু হয়েছে। শিগগিরই অন্যান্য ভাষার কোর্স চালু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামসুল আরিফিন সোহেল, রাশিয়ার প্রতিনিধি সরদার ইরিনা ও সরদার নওয়াজিশ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img