সেজেগুজে তৈরি সুন্দরীরা। কেউ পরেছেন লেসের ঝালর দেয়া ঝকঝকে লম্বা স্কার্ট, কেউ পরেছেন কুঁচি দেয়া ফুলেল গাউন, আবার কেউ পরেছেন নকশাদার কাঁচুলি। কিন্তু এ পোশাকের রয়েছে অন্য মজা। কারণ সুতি, লিনেন, তসর বা সিল্ক নয় -বরং এসব পোশাক তৈরি হয়েছে ‘টয়লেট পেপার’ দিয়ে। ডিজাইনারদের হাতের জাদুতে টয়লেট পেপার হয়ে উঠেছে পোশাকের মূল উপকরণ।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এমনই এক অভিনব প্রতিযোগিতার আসরে নিজেদের পোশাকের সম্ভার নিয়ে হাজির ছিলেন ১০ ডিজাইনার। জিতলে পুরস্কার ১০ হাজার ডলার। হবু কনেদের জন্য ‘রেডি টু ওয়্যার’ গাউনও বানিয়েছিলেন তারা। নিয়ম খুব সহজ। আয়োজকদের পক্ষ থেকে লাউরা গাউনি জানিয়েছেন, পোশাকের মূল উপকরণ হিসেবে চারমিন টয়লেট পেপার ব্যবহার করা ছিল বাধ্যতামূলক। তার ওপর সুতোর বুনট বা নিজস্ব নকশাদার ডিজাইন করেছেন প্রতিযোগীরা। তবে অন্য কোনো ফ্যাব্রিক ব্যবহার করার অনুমতি ছিল না।
এই সম্ভার থেকে হল্টারনেক পোশাক, জ্যাকেট, টপও বেছে নিয়েছিলেন কোনো কোনো মডেল। সব মিলিয়ে এ যেন এক রূপকথার সাজ।