যদি বলা হয় একজন লোকের মাথায় ৬২ ফুট লম্বা চুল রয়েছে -অনেকেই বিশ্বাস করতে চাইবে না। তবে খবরটি মিথ্যা নয়। ভারতের সব্জিভাই রথ নামে এক ব্যক্তির মাথায় পাক্কা ৬২ ফুট লম্বা চুল রয়েছে। এই চুল ধুতে তার চলে যায় দিনের অন্তত ৩ ঘণ্টা। এখন প্রশ্ন- এই ভেজা চুল তিনি কীভাবে শুকান। গোসলের পর তিনি একটি গাছের নিচে আয়েস করে পাইপ টানেন আর তার বড় নাতি চুলের আগা গাছের মগডালে বেঁধে দিয়ে আসে। কোনো কোনো সময় বাড়ির ছাদ পর্যন্ত চলে যায় তার চুল। মাত্র কয়েক যুগের চেষ্টায় এই চুলের মালিক হয়েছেন সব্জিভাই রথ। এই দীর্ঘ চুলের রহস্য নিয়ে ৬০ বছর বয়সী রথ বলেন- আমি সবসময় মসলাদার খাবার এড়িয়ে চলি। নিরামিষ খাবার খাই, আর ফ্রেশ ফল। আমি জীবনে কখনও বাইরের রান্না করা খাবার খাইনি। বাইরে গেলে ভাত বা রুটির পরিবর্তে শুধু ফল খাই।