বিশেষ খবর



Upcoming Event

পেনসিলেই দূর মাথাব্যথা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

কর্মব্যস্ত দিন কিংবা হইহুল্লোড় করাসহ নানা কারণে মাথাব্যথা হতে পারে। অনেকে এই ব্যথা দূর করার জন্য চিকিৎসকের দ্বারস্থও হয়। কিন্তু ব্রিটেনের এস্থেটিক বিশেষজ্ঞ ড. জ্যান লিওনার্দোর কথা যদি ঠিক হয়, তাহলে এমন ব্যথার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কোনো দরকার নেই। একটি পেনসিল দিয়েই হতে পারে এর চিকিৎসা।
লিওনার্দো বলেন, মাথাব্যথার এই চিকিৎসায় কেবল একটি পেনসিলই যথেষ্ট। প্রক্রিয়াটাও বেশ সহজ। পেনসিলটি দুই চোয়ালের মাঝখানে কিছুক্ষণ রাখুন, তাতেই হবে; আর কিছু করতে হবে না। দেখবেন মাথাব্যথা আপনা-আপনিই কমে গেছে। লিওনার্দো আরো বলেন- এ ধরনের মাথাব্যথার প্রধান কারণ হলো অধিক পরিশ্রম, মানসিক উদ্বেগ, শারীরিক অবসাদ ইত্যাদি। এ ধরনের পরিস্থিতিতে মানুষের মুখম-ল, ঘাড়, চোয়াল কিংবা মাথার ওপরের অংশের মাংসপেশি সংকুচিত হয়ে যায়। কিন্তু আমরা প্রায় সময়ই কপালকে মাথাব্যথার উৎস ধরে বসে থাকি।
লিওনার্দো আরো জানান, বেশিরভাগ ক্ষেত্রেই সংকুচিত মাংসপেশির সঙ্গে চোয়ালের সম্পর্ক থাকে। এ কারণে চোয়ালের মাঝে পেনসিল রাখলে মাংসপেশি আলগা হতে থাকে। এতে কমে যায় মাথাব্যথাও।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img