পৃথিবীতে যে ব্যক্তিটি প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে ৩৩ বছর বেঁচে ছিলেন তার নাম জন ম্যাককাফার্থি। ৩৯ বছর বয়সে তার হৃৎপি- প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৮২ সালে ব্রিটেনের একটি হাসপাতালে যখন হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, তখন চিকিৎসকরা বলেছিলেন তিনি বড়জোর ৫ বছর বাঁচবেন। প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে দীর্ঘসময় বেঁচে থাকার কারণে ২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে। তখন তিনি বলেছিলেন- যারা হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে বাঁচতে চায়, এই রেকর্ড তাদের অনুপ্রেরণা জোগাবে। তার স্ত্রী জানান, হৃৎপি- প্রতিস্থাপনের পর তিনি সুস্থ ছিলেন এবং দু’জনে একসাথে বিশ্ব ঘুরে বেড়ান।