বিশেষ খবর



Upcoming Event

প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে ৩৩ বছর

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

পৃথিবীতে যে ব্যক্তিটি প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে ৩৩ বছর বেঁচে ছিলেন তার নাম জন ম্যাককাফার্থি। ৩৯ বছর বয়সে তার হৃৎপি- প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৮২ সালে ব্রিটেনের একটি হাসপাতালে যখন হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়, তখন চিকিৎসকরা বলেছিলেন তিনি বড়জোর ৫ বছর বাঁচবেন। প্রতিস্থাপিত হৃৎপিণ্ড নিয়ে দীর্ঘসময় বেঁচে থাকার কারণে ২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে। তখন তিনি বলেছিলেন- যারা হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে বাঁচতে চায়, এই রেকর্ড তাদের অনুপ্রেরণা জোগাবে। তার স্ত্রী জানান, হৃৎপি- প্রতিস্থাপনের পর তিনি সুস্থ ছিলেন এবং দু’জনে একসাথে বিশ্ব ঘুরে বেড়ান।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img