অবিশ্বাস্য হলেও সত্যি! মস্কোর এক বিয়েতে ৬,৬০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এ বিয়ের বর ২৮ বছর বয়সী কাজাখস্থানের এক তেল ব্যবসায়ীর ছেলে; কনে ২০ বছরের এক রুশ সুন্দরী। মস্কোয় বসেছিল বিয়ের আসর। বিয়েতে অতিথিদের মাতিয়ে রাখার জন্য আনা হয়েছিল হলিউড তারকা জেনিফার লোপেজকে। যিনি নাচ পরিবেশন করে অতিথিদের মনোরঞ্জন করেছেন। বিশ্বের সবচেয়ে দামী এই বিয়েতে কনের গাউন এসেছিল প্যারিস থেকে। সেই গাউনকে বয়ে নিয়ে চলার জন্যও ছিল কয়েকজন সাহায্যকারী। মাথার চুলে হীরে খচিত মুকুট, হাতে ক্লাচ, গলায় হীরের নেকলেস আর হাতে হীরের আংটি। সব মিলিয়ে রূপকথার বিয়েতে রাজকীয় সাজে সেজেছিলেন কনে। নানা ধরনের মায়াবী আলো আর ফুলে সাজানো বিয়ের ম-পে নবদম্পতি একটি ৯ তলা কেকও কাটেন।