বিশেষ খবর



Upcoming Event

ডিজিটাল গোলমাল

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

স্বামী-স্ত্রীর মধ্যে দিনের পর দিন ঝগড়া চলছিল। একপর্যায়ে দু’জনেই আলাদা হয়ে যান। কথা হয় কেউ কারও জীবনে নাক গলাবে না। এরপর দু’জনেই নতুন প্রেমের খোঁজে ফেসবুকে ডুব দেন। কিন্তু নতুন প্রেমও তাদের পরস্পরকে এক বিন্দুতে নিয়ে আসবে, তা কে জানত! ফের শুরু হলো অশান্তি। সামলাতে হলো পুলিশকে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারেলিতে।
বিচ্ছেদের পর দু’জনই ফেসবুকে নতুন বন্ধুর খোঁজ শুরু করেন। তবে নাম ও প্রোফাইল ছবি বদলে। দু’জনে পেয়েও যান নতুন প্রেম। ফেসবুকেই ঠিক হয় দেখা করার দিনক্ষণ। ফুরফুরে মেজাজে দু’জনেই আসেন রেস্তোরাঁয়। বিধিবাম! রেস্তোরাঁয় গিয়ে হতবাক! এতদিন স্বামী-স্ত্রীই নতুন ভেবে একে অপরের সঙ্গে চ্যাট করেছে। দেখার পর ফের ঝগড়া শুরু করে দেন দু’জনে। তুমুল হাতাহাতি। আবারও পুলিশ ডাকতে হয়। দু’জনকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, বিষয়টি ডিজিটাল গোলমাল!


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img