বিশেষ খবর



Upcoming Event

হিটলারের নামে স্কুল

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

মার্কিন মুলুকের টেক্সাসে সাবেক জার্মান শাসক এডলফ হিটলারের নামে একটি স্কুলের নামকরণের প্রস্তাব করা হয়েছে। বিদ্যালয়টির বর্তমান নাম রবার্ট ইলি এলিমেন্টারি স্কুলের পরিবর্তে ‘দি এডলফ হিটলার স্কুল ফর ফ্রেন্ডশিপ এন্ড টলারেন্স’ রাখার এই প্রস্তাবে ইতোমধ্যে ৮ জন ভোট দিয়েছে। খবরে বলা হয়েছে, অনেকেই যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার এই কনফেডারেট জেনারেলের নামে স্কুল নিয়ে প্রশ্ন তোলে। এই পরিপ্রেক্ষিতে নতুন নাম প্রস্তাব করা হয় স্কুলের পরিচালনা পরিষদে। এতে অনেকের সঙ্গে নাৎসি নেতা হিটলারের নামও উঠে আসে। তবে হিটলারের নামে স্কুলটির নামকরণের প্রস্তাবে অনেকে বিরূপ মন্তব্যও করেছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img