বিশেষ খবর



Upcoming Event

বাথরুম আইন নিয়ে বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

নর্থ ক্যারোলাইনায় সম্প্রতি ‘পাবলিক ফেসিলিটিস প্রাইভেসি এন্ড সিকিউরিটি এক্ট’ নামে একটি বিতর্কিত আইন পাস হয়। সংক্ষেপে এর নাম ‘বাথরুম আইন’। এই আইনে যারা লিঙ্গান্তর করেছেন তাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বার্থ সার্টিফিকেটে তাদের যে লিঙ্গ লেখা আছে তারা সেই লিঙ্গের জন্য নির্ধারিত বাথরুমই ব্যবহার করবেন। এই আইন মার্কিন সব নাগরিকের সমান অধিকারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘন বলে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। এমনকি জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংটিন নর্থ ক্যারোলিনায় তার কনসার্ট বাতিল করে দিয়েছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img