এ যে পুরো ‘উল্টো’ কথা! এতদিন শোনা গেল হাসিখুশি থাকা নাকি হৃৎপিন্ডের জন্য ভালো। এখন একদল গবেষক দাবি করে বসলেন- বেশি আনন্দের মুহূর্তগুলো বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরির পাশাপাশি হৃৎপিন্ডের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাদের যুক্তি, এ ধরনের মুহূর্তে হৃৎপিন্ডের একটি অংশ অতিরিক্ত প্রসারিত হয়। ফলে সেটি বাড়তি চাপ তৈরি করে।
গবেষণাটি করেছেন সুইজারল্যান্ডের ‘ইউনিভার্সিটি হসপিটাল অব জুরিখ’ এর একদল গবেষক। তাতে দেখা গেছে, অতিরিক্ত রাগ বা ভয়ের অনুভূতিও একইরকম সমস্যা তৈরি করতে পারে। তবে প্রতি ২০ জনের মধ্যে অন্তত একজন অতিরিক্ত আনন্দের খবরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি গবেষকদের। যদিও এ ধরনের সমস্যা সাময়িক; কিছুক্ষণ পরই আবার মানুষজন স্বাভাবিক বোধ করেন।
গবেষণায় আরো দেখা গেছে- বেশিরভাগ হৃৎপি-জনিত জটিলতা যে সময়গুলোতে তৈরি হয়, তার মধ্যে আছে জন্মদিনের অনুষ্ঠান, ছেলের বিয়ে, ৫ দশক পরে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা, দাদি হওয়ার খবর ইত্যাদি।