বিশেষ খবর



Upcoming Event

রাষ্ট্রপতির সঙ্গে ইউজিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ
img

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নব নিযুক্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধিদল ১৯ মে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে প্রতিনিধিদল ইউজিসি’র কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে। সূত্রমতে, ইউজিসি প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে দেশে ১২০টি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এতে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিগত কয়েক বছর দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় ইউজিসি’র কর্মকান্ড বিস্তৃত হয়েছে। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালগুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে যথাযথ ভূমিকা পালনে ইউজিসি’র প্রতি আহ্বান জানান। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img