বিশেষ খবর



Upcoming Event

মুস্তাফা আনোয়ার ইসলামী ব্যাংকের নয়া চেয়ারম্যান নির্বাচিত

ক্যাম্পাস ডেস্ক ব্যাংক বীমা সংবাদ
img

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও প্রফেসর এন আর এম বোরহান উদ্দিন পিএইচডি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খানকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, প্রফেসর এন আর এম বোরহান উদ্দিন পিএইচডিকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং মোঃ আবদুস সালাম এফসিএ, এফসিএসকে প্রধান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়। সভায় দেশি-বিদেশি ডিরেক্টর ও এমডি মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img