বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক আবুল কাসেমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি তিনি রাকাবের রাজশাহীস্থ সদর দপ্তরে যোগদান করেছেন।
রাকাবের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আবুল কাশেম এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, খুলনায় মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপক, প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঊর্ধ্বতন অনুষদ সদস্য, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
আবুল কাসেম ১৯৫৭ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার চর-বালিয়াঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএজি ডিগ্রি অর্জন করেন।