॥
মাহীর হেলাল ॥
৮ম শ্রেণি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল
২০১৫ এর ২৮ জুলাই থেকে জাপানে শুরু হতে যাচ্ছে ২৩তম ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি। ৪ বছর পর পর বিশ্বের প্রায় ১৬০ দেশের স্কাউটরা একটি দেশে মিলিত হয়।
গেলবার অর্থাৎ ২০১১ তে আমার বড়বোন আনতারা রাইসা সুইডেনে অনুষ্ঠিত ২২তম ওয়ার্লড্ স্কাউট জাম্বুরিতে অংশ নিয়েছিল। এ বছর আমিও যাচ্ছি এশিয়া মহাদেশের অন্যতম সমৃদ্ধ দেশ জাপানে। সূর্যোদয়ের দেশ হিসেবে খ্যাত দেশটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন আণবিক বোমার আঘাতে জাপানের হিরোশিমা-নাগাশাকি দুটো শহর ধূলোয় মিশে গিয়েছিল, ঘটেছিল লক্ষ লক্ষ নিরীহ লোকের প্রাণহানি, সম্পদ ধ্বংস। সেই অদম্য সম্ভাবনার দেশ জাপান মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় ক্ষেত্রে আগের অবস্থানে ফিরে আসতে সমর্থ হয়। এমন একটি উন্নত দেশ ভ্রমণের সুযোগ পেয়ে ভীষণ পুলকিত বোধ করছি।
এই জাম্বুরিতে অংশগ্রহণ করার সুযোগ পেতে আমাকে অতিক্রম করতে হয়েছে অনেক পরীক্ষা। আর সে পরীক্ষা দিতে হয়েছে নানান ধাপে।
সর্বপ্রথম আমাদের স্কুলে একটি প্রাথমিক পরীক্ষা হয়। ঐ পরীক্ষায় আমি পাস করি। এরপর গাজীপুরে ৪ দিনের একটি ক্যাম্প হয়, যেখানে সারা বাংলাদেশ থেকে আমার মতো প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ স্কাউটরা অংশ নেয়। সে ক্যাম্পে টিচাররা স্কাউটদের চালচলন, কথাবার্তা, আচার-আচরণ ইত্যাদি পরীক্ষা করেন প্রতি মুহূর্তে। তাছাড়া হাতে-কলমেও বেশ কিছু অ্যাকটিভিটি করে দেখাতে হয়, ইংরেজিতে কথপোকথন অত্যাবশ্যক। প্রতিটি স্কাউটকে তার পারফরমেন্স অনুযায়ী পয়েন্ট দেয়া হয়। সে পয়েন্টের ভিত্তিতে জাপান যাবার উপযুক্ত স্কাউট সিলেকশন হয়। উক্ত ক্যাম্পে বিশ্ব জাম্বুরি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।
এবারের জাম্বুরিটি হবে জাপানের কারিয়াহামা-ইয়ামাগুচিতে। আমাদের দেশ থেকে প্রায় ৪৩০ জন স্কাউট যাবে। গাজীপুর ক্যাম্প থেকে ফেরার ২ দিন পরই জানতে পারলাম যে, আমিও ঐ ৪৩০ জনের মধ্যে আছি। এতে আমি খুব খুশি। কারণ এরকম সুযোগ সচরাচর আসে না।
আমার ফ্লাইট ২৬ জুলাই। অতএব, পাঠক যখন এই লেখাটি পড়বেন -তখন আমি জাপানে, জাম্বুরি ময়দানে। বাংলাদেশ স্কাউটস দলের সদস্য হয়ে পরিবার-পরিজন ছাড়া একলা যাব বিদেশে; এত্ত এত্ত দেশের স্কাউটদের সাথে দুই সপ্তাহ অতিবাহিত করব; কি যে ভীষণ Excitement!
দোয়া করবেন যেন আমি জাপান গিয়ে জাম্বুরির বিভিন্ন প্রোগ্রাম শেষ করে একজন সফল ও চৌকস স্কাউট লিডার হিসেবে সুস্থভাবে ফিরে আসতে পারি এবং পরবর্তী লেখায় বা কলামে আমার Experience & Achievement আপনাদের সাথে শেয়ার করতে পারি।