খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অফিস ব্যবস্থাপনা শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ ৬ সেপ্টেম্বর শেষ হয়। সমাপনী পর্বে সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালযের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।
প্রধান অতিথি বলেন, উন্নত দেশে পরিণত হওয়ার সরকারের প্রচেষ্টা বাস্তবায়ন করতে হলে, দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে হলে আমাদের শিক্ষাসহ সবক্ষেত্রে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা যে যেখানেই কাজ করি না কেন, কর্মপরিবেশ সুন্দর রাখতে হবে।
আইকিউএসি’র উদ্যোগে কর্মকর্তাদের এ প্রশিক্ষণ অফিস ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সবধরণের আশ্বাস দেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এর সঞ্চালনায় সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী রেজিস্ট্রার ড. মোঃ হাসানুজ্জামান মোঃ আশিক সিদ্দিকী, সেকশন অফিসার রফিকুল ইসলাম বাবু, সাবিহা সুলতানা।