খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে একটি প্রিপেইড টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে আবেদন করা যাবে এবং তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
আগামী ১১ এবং ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিশ্ববিদ্যালয়ের ৫ টি স্কুলের (অনুষদ) এবং ১টি ইনস্টিটিউটের অধীন ২৬টি ডিসিপ্লিনে (বিভাগ) মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটা ছাড়াও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে (বিকেএসপি) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেক স্কুল ও ইনস্টিটিউটের জন্য ১টি করে মোট ৬ (ছয়)টি সংরক্ষিত অতিরিক্ত আসনসহ সর্বমোট ১১১৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবছরের চেয়ে এবার আসন সংখ্যা ৯১টি বেশি। এবার ২ (দুই)টি নতুন ডিসিপ্লিন (বিভাগ) খোলা হচ্ছে। এ দু’টি নতুন ডিসিপ্লিন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা। প্রত্যেক স্কুল (অনুষদ) ও ইনস্টিটিউটে পৃথকভাবে মোট আবেদনকারীর সর্বোচ্চ ৬০০০ (ছয় হাজার) জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (িি.িশঁ.ধপ.নফ) পাওয়া যাবে। এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় (পিএবিএক্স-৭২০১৭১-৩/৫১৬১) যোগাযোগ করে জানা যাবে।