বাস্তবায়নাধীন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তিনি মন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব মন্মথ বাড়ৈর স্থলাভিষিক্ত হয়েছেন এবং ইতোমধ্যে দায়িত্বভারও বুঝে নিয়েছেন।
শিক্ষা জীবনে জাকির হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। কাজ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি সংস্থায়। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মরহুম আবুল কাশেমের ছেলে। এর আগে তিনি মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবেও পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন।