বিশেষ খবর



Upcoming Event

লিডিং ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগে এক্সটারনাল পিয়ার রিভিউ সম্পূর্ণ

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর উদ্যোগে তিন দিনব্যাপী External Peer Review of Architecture Department সম্পন্ন হয়েছে। এতে আন্তর্জাতিক কোয়ালিটি এ্যাসিউরেন্স স্পেশালিস্ট শ্রীলংকার রাজারাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর রঞ্জিত উইজায়বর্দন, জাতীয় কোয়ালিটি স্পেশালিস্ট হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আই কিউ এ সি) এর এডিশনাল ডিরেক্টর প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর অধ্যাপক বিশিষ্ট স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ। ইপিআর টিম ব্যচেলর অব আর্কিটেক্চার প্রোগ্রাম এর গুনগত মান নিয়ে বিভিন্ন তথ্য গ্রহণ করেন। তারা বিভাগের ডুকুমেন্টটেশন পদ্ধতি পরীক্ষা করেন যার উপর তারা একটি যাচাইকরণ প্রতিবেদন তৈরী করবেন। এ ইপিআরকে সফল করার লক্ষ্যে বিভাগের এস এ (সেল্ফ এসেসমেন্ট) কমিটিসহ সকল শিক্ষক কঠোর পরিশ্রম করেছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img