নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের সমন্বিত সহযোগিতা ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র অংশগ্রহণে প্রচুর পরিমানে ওষুধ, খাদ্য সামগ্রী ও নিত্যপণ্য উপকরণ ক্রয় করে অসহায় রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়।
কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে সেনাবাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্পে ওষুধ ও অন্যান্য মেডিকেল পণ্য দায়িত্বপ্রাপ্তদের নিকট হস্তান্তর করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এ সময় তাঁর সাথে নর্দান ইউনিভার্সিটি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মানবতার সেবায় সব সময় অগ্রসর থাকতে প্রত্যয়ী নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।