বিশেষ খবর



Upcoming Event

ঢাকা রিপোটার্স ইউনিটি নির্বাচন

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে এটিএন বাংলা’র আবু দারদা যুবায়ের ৩৪৩ ও ইন্ডিপেডেন্ট পত্রিকার রফিকুল ইসলাম আজাদ ২৯৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসস’র সৈয়দ শুকুর আলী (শুভ)। এ পদে মুরসালিন নোমানী ২৭৯, শেখ মুহাম্মদ জামাল হোসাইন ২৫৪, শামছুদ্দীন আহমেদ ১৫৮ ও রেজাউল করিম ৫৪ ভোট পেয়েছেন। নির্বাচন শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। এ বছর ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। ডিআরইউতে মোট ভোটার সংখ্যা ১৫২১জন। মোট ভোট প্রয়োগ করেছেন ১২৬০ জন। ৫৪২ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মোঃ মঈন উদ্দিন খান। এ পদে দৈনিক সমকালের অমরেশ রায় ৩৫৭, হালিম মোহাম্মদ ১১৪ ও মেহেদী আজাদ মাসুম ২০৯ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ২৪ ডটকমের নুরুল ইসলাম হাসিব। একই পদে বাংলাদেশের খবর’র আফজাল বারী ৪১২ ও জিটিভি’র এস এম গাউসুল আজম বিপু ৩৫৯ ভোট পেয়েছেন। দফতর সম্পাদক পদে মোঃ জেহাদ হোসেন চৌধুরী ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মোরসালিন আহমেদ ৫০৬ ভোট পেয়েছেন। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মোঃ মহসিন হোসেন ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে আহমেদ সিরাজ ৪৫৯ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে আরাফাত দাড়িয়া ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে মাকসুদা লিসা ৪১৮ ভোট পেয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন সুমন। তিনি পেয়েছেন ৬৮২ভোট। একই পদে সাইফুল ইসলাম মন্টু পেয়েছেন ৪১৯ ভোট।
কল্যাণ সম্পাদক পদে ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাওসার আজম। একই পদে মোঃ এমদাদুল হক খান ২৫১ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল কাফি (৮৮৭), মাহমুদা ডলি (৬৩৯), জান্নাতুল ফেরদৌস পান্না (৬০২), মোঃ জাফর ইকবাল (৫৪১), আব্দুল হাই তুহিন (৫৩০), কামাল মোশারেফ (৫১৪) ও এস এম এ কামাল (৫০৫) নির্বাচিত হয়েছেন।
পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সহসভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img