ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক "Traffic-Aware Dznamic Network Provisioning for Energy-Efficient Green Cellular Systems" শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু, এডভাইজার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপÑউপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজ এর সেক্রেটারী ড. মুশফিক এম চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।