সরকারি বিএম কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বরিশাল বিভাগের সকল কলেজ অধ্যক্ষের সঙ্গে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন’ বিষয়ে এক মতবিনিময় সভা উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির ভাষণে উপাচার্য বলেন, ৬৮৫ টি অনার্স ও মাস্টার্স কলেজ, ১২৩ টি মহিলা কলেজ, ৩৬৪টি বিশেষায়িত প্রতিষ্ঠানসহ মোট ২১৯১টি কলেজ, ২১ লক্ষাধিক শিক্ষার্থী এবং ৬০ হাজারের উর্ধ্ব শিক্ষক নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। এখানে দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রের শতকরা ৭০ ভাগ শিক্ষার্থী পড়াশুনা করে। দেশের প্রত্যন্ত অঞ্চল, নদী-উপকূলীয় এলাকা, হাওড়, দুর্গম পাহাড় পর্যন্ত বিস্তৃত জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এ দেশের লক্ষ লক্ষ অস্বচ্ছল পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার একমাত্র আশা-ভরসার স্থল।
সভায় বিভিন্ন কলেজের ১৭০ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও, বি এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম ইমানুল হাকিম ও আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. অলক কুমার সাহা বক্তব্য রাখেন।