বিশেষ খবর



Upcoming Event

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিং এর ফল ঘোষণা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

৩১টি সূচকের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজে ২০১৫ সালের জন্য স্কোরের ভিত্তিতে র‌্যাংকিং এর উদ্যোগ গ্রহণ করে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ ঢাকা নগর কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই র‌্যাংকিং এর ফল ঘোষণা করেন। ২০ মে জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৫টি, সেরা মহিলা কলেজ ১টি, সেরা সরকারি কলেজ ১টি, সেরা বেসরকারি কলেজ ১টি (মোট ৮টি) এবং ৭টি আঞ্চলিক পর্যায়ের প্রত্যেকটিতে সর্বোচ্চ ১০টি করে সর্বমোট ৭৮টি নির্বাচিত সেরা কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষাদান, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎস্যু মন সৃষ্টি এবং তাদের মানবিক গুণাবলী অর্জনে সহায়তা দান। যেখানে প্রতিযোগিতা নেই, সেখানে সাফল্য ও অগ্রগতির সম্ভাবনাও থাকে না। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬৮৫টি স্নাতক (সম্মান) কলেজের র‌্যাংকিং এবং শীর্ষস্থানীয় কলেজসমূহকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমাদের শিক্ষার মানোন্নয়নে এটি ভূমিকা পালন করবে।
র‌্যাংকি এ নির্বাচিত কলেজ সমূহকে অভিনন্দন জানিয়ে এরূপ আয়োজনের ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, এ ধরণের আয়োজন দেশে প্রথম। এর ফলে কলেজ সমূহ তাদের স্ব স্ব অবস্থান জানতে পারবে এবং এবং কীভাবে শিক্ষার সার্বিক অবস্থার আরোও উন্নতি করা যায় সে জন্যে প্রচেষ্টা গ্রহণ করবে। কলেজ সমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার অবস্থা সৃষ্টি হবে, যা কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। র‌্যাংকিং এ নির্বাচিত কলেজ সমূহ হচ্ছে-
জাতীয় পর্যায়ে ৫ (পাঁচ)টি সেরা কলেজ রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল।
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ
জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ
জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ (বেসরকারি)
ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ১০টি সেরা কলেজ ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি), আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল, লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, সরকারি বাঙলা কলেজ, ঢাকা, ঢাকা সিটি কলেজ (বেসরকারি), কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
চট্টগ্রাম অঞ্চলের ১০টি সেরা কলেজ চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ফেনী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম, পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, চট্টগ্রাম (বেসরকারি)।
রাজশাহী অঞ্চলের ১০টি সেরা কলেজ রাজশাহী কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, সিরাজগঞ্জ সরকারি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী (বেসরকারি), সৈয়দ আহমদ কলেজ, বগুড়া (বেসরকারি), রাজশাহী সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী।
খুলনা অঞ্চলের ১০টি সেরা কলেজ সরকারি এম এম কলেজ, যশোর, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি), সরকারি মহিলা কলেজ, যশোর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, উপশহর মহিলা ডিগ্রি কলেজ, যশোর(বেসরকারি), সাতক্ষীরা সিটি কলেজ (বেসরকারি), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সরকারি পি সি কলেজ, বাগেরহাট, সরকারি শ্যামনগর মহসীন কলেজ, সাতক্ষীরা, নওয়াপাড়া কলেজ, যশোর (বেসরকারি)।
বরিশাল অঞ্চলের ৯টি সেরা কলেজ সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল, সরকারি মহিলা কলেজ, বরিশাল, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, চরফ্যাশন সরকারি কলেজ, ভোলা, সরকারি ফজলুল হক কলেজ, বরিশাল
সিলেট অঞ্চলের ৮টি সেরা কলেজ এম সি কলেজ, সিলেট, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, সরকারি মহিলা কলেজ, সিলেট, মৌলভীবাজার সরকারি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট (বেসরকারি), সুনামগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, সিলেট (বেসরকারি), সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার।
রংপুর অঞ্চলের ১০টি সেরা কলেজ কারমাইকেল কলেজ, রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট (বেসরকারি), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, কুড়িগ্রাম সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট (বেসরকারি), নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট, রংপুর সরকারি কলেজ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img