জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইদানীং মানসম্মত শিক্ষা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সরকারি ও বেসরকারি দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই এ বিষয়টির প্রতি নজর দিতে হবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার শিক্ষার্থী পাস করেছে। এই সংখ্যার ভিত্তিতে এর সফলতা নিরূপণ করা যাবে না। দেখতে হবে যারা পাস করে বের হয়েছে, তারা সমাজে কী ধরনের অবদান রাখছে এবং পরবর্তী সময় কী ধরনের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে। তাই শিক্ষার্থীর সংখ্যা বিবেচনা না করে মানের দিকে নজর রাখতে হবে।
সম্প্রতি রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘দেশের উচ্চশিক্ষার উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।