বিশেষ খবর



Upcoming Event

১০ বেসরকারি মেডিকেলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়

ক্যাম্পাস ডেস্ক মেডিকেল কলেজ
img

ভর্তি পরীক্ষার নম্বরের শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় ১০ বেসরকারি মেডিকেল কলেজের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এবং কেন তাদের জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এসব বেসরকারি মেডিকেল কলেজের চেয়ারম্যান ও অধ্যক্ষকে ২১ আগস্টের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ওই ১৫৩ শিক্ষার্থীকে প্রথম পর্বের পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দেয়ার আদেশও আদালত স্থগিত করেছেন। এ বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিভ টু আপিলের শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানগুলোর অন্যতম হলো- শমরিতা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, জয়নুল হক শিকদার মেডিকেল কলেজ, এ আর মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন নেছা মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ ও আশিয়ান মেডিকেল কলেজ।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ২০০ এর মধ্যে ১২০ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি করা যাবে এবং ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষায় ৪০ নম্বর পেতে হবে বলে সিদ্ধান্ত দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একই সিদ্ধান্ত দিয়েছিল। তবে ওই শর্ত পূরণ না হওয়ায় ঢাবি কর্তৃপক্ষ ওই ১০টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া ১৫৩ শিক্ষার্থীর প্রথম পর্বের (ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন) রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আটকে দেয়। এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ১৫৩ শিক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিট আবেদনের শুনানি নিয়ে চলতি বছরের ১৩ জুন হাইকোর্টের একটি বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। হাইকোর্ট রিট আবেদনকারী শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে বলেন। ওই আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিভ টু আপিল করে। আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাহবুবে আলম ও এ এফ এম মেসবাহ উদ্দিন। সাথে ছিলেন আইনজীবী খোন্দকার দিলীরুজ্জামান। বেসরকারি মেডিকেল কলেজ ও শিক্ষার্থীদের পে ছিলেন সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান ও আইনজীবী এ এম আমিন উদ্দিন।
আদেশের পর খোন্দকার দিলীরুজ্জামান বলেন, ১৫৩ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করছেন আপিল বিভাগ। লিভ টু আপিল ২১ আগস্ট আবার শুনানির জন্য আসবে। ওই সময়ের মধ্যে ১০ বেসরকারি মেডিকেল কলেজকে জবাব দিতে হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img