খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) টিআইবি ও কুয়েট ডিবেটিং সোসাইটির (কেডিএস) আয়োজনে তিনদিন ব্যাপী টিআইবি-কেডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কুয়েট অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েট’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন টিআইবি’র আউটরিচ এন্ড কমিউনিকেশন পরিচালক ড. রিজওয়ান-উল-আলম।
প্রধান অতিথির বক্তৃতায় কুয়েট ভিসি বলেন, বাংলাদেশ দুর্নীতির কাছে পরাজিত হবে না। সকলে একত্রিত হলে এদেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে।
কুয়েটসহ দেশের ত্রিশটি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের বত্রিশটি বিতার্কিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত সংসদীয় মডেল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে প্রিমিয়ার ইউনিভার্সিটি ঢাকা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় খুলনাসহ দেশের বিভিন্ন এলাকার ছত্রিশ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন।