গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ গোলাম সামদানী ফকির শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফ্রিলেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক স্বাধীনতার বন্ধু জর্জ হ্যারিসন এ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি ঢাকার সেগুন বাগিচাস্থ প্রফেসর আক্তার ইমাম অডিটোরিয়ামে ‘আমাদের বিজয়ে বিদেশী সকল বন্ধু এবং আজকের সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রফেসর ডঃ মোঃ গোলাম সামদানী ফকির -এর হাতে উক্ত পদক প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রফেসর মোঃ গোলাম সামদানী ফকির সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ অতীশ দীপঙ্কর স্মৃতি পরিষদ কর্তৃক স্বর্ণপদক এবং শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং এন্ড ডেভেলপমেন্ট (বোল্ড) কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তিনি ‘গ্লোবাল পার্টনারশীপ’ এবং ‘ফাউন্ডেশন ফর লারনিং, টিচিং এন্ড রিসার্চ (এফএলটিআর)’ এর একজন সহ-প্রতিষ্ঠাতা। প্রফেসর সামদানী ফকির ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আমেরিকার এসআইটি গ্রাজুয়েট ইন্সটিটিউটে ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ ও ২০১৪ সালে শিা, নেতৃত্ব ও অধ্যাপনায় প্রফেসর মোঃ গোলাম সামদানীর অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড এডুকেশন কনগ্রেস, মুমবাই, ইন্ডিয়া তাকে গ্লোবাল এওয়ার্ড পদকে ভূষিত করেন। এছাড়াও মানব সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ র্যাপোর্ট বাংলাদেশ তাঁকে ‘বাংলাদেশ ২০০৪ এওয়ার্ড ফর এক্সিলেন্স ইন হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট’ পদকে ভূষিত করেন।