বিশেষ খবর



Upcoming Event

মেডিকেল ভর্তি নিয়ে আইন হলেও গাইডলাইন নেই

ক্যাম্পাস ডেস্ক মেডিকেল কলেজ

২০১০ সালে মেডিকেল কলেজ (এমবিবিএস) ভর্তি সংক্রান্ত আইন করা হলেও তার জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা বা গাইডলাইন তৈরি করা হয়নি। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সুপ্রীমকোর্টের ঘোষণা করা রায়ে এ কথা বলা হয়েছে। এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থী ভর্তি করায় ১০ বেসরকারি মেডিকেল কলেজের প্রতিটিকে ১ কোটি টাকা করে জরিমানা করে আপীল বিভাগের দেয়া ৩৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সম্প্রতি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বিভিন্ন পর্যবেক্ষণে বলা হয়, মেডিকেল কলেজ কি পদ্ধতিতে চলবে সে সংক্রান্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না, বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেয়া শর্ত অনুযায়ী সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজকে চলতে হবে। প্রসঙ্গত, গত ২১ আগস্ট ভর্তি পরীক্ষার নম্বরের শর্ত পূরণ না হওয়ার পরও ১৫৩ শিক্ষার্থীকে ভর্তি করায় দশ বেসরকারি মেডিকেল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা করেন আপীল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপীল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে ১০ দিনের মধ্যে ১০ মেডিকেল কলেজকে টাকা পরিশোধের নির্দেশ দেয়া হয়। সম্প্রতি ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, ধার্যকৃত টাকার অর্ধেক পাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি অর্ধেক পাবে কিডনি ফাউন্ডেশন ও লিভার ফাউন্ডেশন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img