বিশেষ খবর



Upcoming Event

ভবিষ্যতে আমরা বহির্বিশ্বে জ্ঞান রপ্তানি করব -শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

বাংলাদেশ এখন আর বিদেশ থেকে প্রযুক্তির জ্ঞান আমদানি করবে না বরং তৈরি করবে, এমন আশার কথা শুনিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এখানকার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরি হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আমরা বহির্বিশ্বে জ্ঞান রপ্তানি করব।
সম্প্রতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবষের্র শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের কোথাও শিক্ষার নামে বাণিজ্য করা যাবে না।
কৃষি খাতের উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার অধিক গুরুত্ব দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের ফলে দেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, খাদ্য রপ্তানিও করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ গোলাম শাহি আলম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ এফ এম সাইফুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ড. নূর হোসেন মিঞা ও নগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক।
এর আগে শিক্ষামন্ত্রী প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত একটি অনুষদ ভবন, প্রফেসরস-অফিসার্স কোয়ার্টার, শিক্ষক-কর্মকর্তা ডরমিটরি ও স্টাফ ডরমিটরি ভবনের উদ্বোধন করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img