বিশেষ খবর



Upcoming Event

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ প্রযুক্তিবিদদের এগিয়ে আসতে হবে - চুয়েট ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, তথ্যপ্রযুক্তির বিপ্লবের ফলে মানুষ এখন কম্পিউটার ও ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক অনেক গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার ইন্টারনেট-ডাটাবেজে সংরক্ষণ করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সাইবার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সেজন্য তরুণ প্রযুক্তিবিদদের সাইবার নিরাপত্তা ও তথ্যচুরি রোধে করণীয় বিষয়ে এগিয়ে আসতে হবে। সম্প্রতি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ক্লাউড কম্পিউটিং ও এনও এসকিউএল ডাটাবেজ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিএসই বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে আয়োজিত উক্ত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ প্রযুক্তিবিদ নাজিবুল হোসাইন তাওহীদ। এতে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ সামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কৌশিক দেব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সার্চ ইঞ্জিন ট্র্যাকিং করে কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে, সময় ও কাজে গতি বাড়াতে একটি কম্পিউটারকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার উপযোগী ক্লাউড কম্পিউটিং এবং এনও এসকিউএল ডাটাবেজ সর্ম্পকে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img