বিশেষ খবর



Upcoming Event

নিজস্ব নিয়মে একাদশ শ্রেণিতে ভর্তি করাবে ভিকারুননিসা

ক্যাম্পাস ডেস্ক সংবাদ

এবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়ে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছেন হাইকোর্ট। এ কলেজের ক্ষেত্রে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০১৭ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দের করা এক রিট আবেদনে এ আদেশ দেয়া হয়। আদালতে তিনি নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ রায়।
এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ কলেজকে লিখিত ভর্তি পরীক্ষা নিয়ে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দেন। শিক্ষাসচিব, ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও একই বোর্ডের কলেজ পরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img