বিশেষ খবর



Upcoming Event

ঢাবি’র সিনেট নির্বাচনে ড. হাসিবুর রশীদ বিজয়ী

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধ্যাপক এবং রূপালী ব্যাংকের পরিচালক ড. মোঃ হাসিবুর রশীদ সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিজয়ী হয়েছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে নীল দলের ব্যাপক বিজয় হয়েছে এবং বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বলে অধিকাংশ শিক্ষক-ছাত্র মন্তব্য করেছেন। জানা গেছে, ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলেরই ৩৩ জন বিপুল ভোটে জয়ী হন। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল থেকে মাত্র ২ জন নির্বাচিত হয়েছেন। এটিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে বলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষক মন্তব্য করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট এক হাজার ৫৯০ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৪৪ জন ভোটার ভোট প্রদান করেছেন। নীল দলের ৩৪ জন এবং সাদা দলের ৩৫ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়েছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img