বিশেষ খবর



Upcoming Event

চুয়েটে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম ‘আইটি বিজনেস ইনকিউবেটর’

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্থাপিত হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম ‘আইটি বিজনেস ইনকিউবেটর’। এ প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৭৭ কোটি টাকা।
তথ্য-প্রযুক্তি খাতকে দেশীয় সক্ষমতা যুগোপযোগী করতে এবং দক্ষ জনবল গড়ে তুলতে এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন চুয়েট’র ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এদিকে এই প্রকল্প অনুমোদনের পরপরই তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ফেসবুক স্ট্যাটাসে ইনকিউবেটরের নকশার দু’টি ছবি প্রকাশ করে আইসিটি পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। গত ৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২৬তম সভায় একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির অনুমোদন দেন। চুয়েট’র ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে তথ্য প্রযুক্তির উপর দেশব্যাপী অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বিজ্ঞান এবং প্রকৌশল মনস্ক জাতি বিনির্মাণের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম ‘আইটি বিজনেস ইনকিউবেটর’ স্থাপন একটি যুগান্তকারী পদক্ষেপ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img