বিশেষ খবর



Upcoming Event

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নয়া প্রো-ভিসি ড.ফকরুল আলম

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ফকরুল আলমকে ১০ সেপ্টেম্বর থেকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে নতুন উপ-উপাচার্যকে স্বাগত জানান। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ড. আলম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। ছাত্রজীবনেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে বিএ ও এমএ ডিগ্রি সমাপ্ত করেন। এছাড়া তিনি ১৯৮০ সালে কানাডার সিমন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ১৯৮৪ সালে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধু’ গ্রন্থের ইংরেজী অনুবাদ করেছেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img