পৃথিবীর সকল নারীর মধ্যেই মাতৃত্বের বাসনা থাকে। অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী কিম টুচিরও ছিল। কিন্তু কে জানত মা হতে গিয়ে বিশ্বের বাঘাবাঘা সব গণমাধ্যমের শিরোনাম হবেন ২৬ বছর বয়সী এই নারী। খবর হলো, মাত্র ২ মিনিট সময়ের মধ্যে একে একে ৫টি সন্তানের জন্ম দিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন টুচি। শিশুগুলোর মধ্যে একটি ছেলে আর ৪টি মেয়ে, সবাই পূর্ণাঙ্গ ও সুস্থ। এই অসাধ্য সাধনের পর কিম টুচিকে সবাই ডাকছেন বিস্ময় মাতা নামে।