সারাদিনের কাজের শেষে বসার চেয়ারটা ডেস্কের কাছে গুছিয়ে রাখার ব্যাপারে আলসেমি হতেই পারে। আবার দীর্ঘ মিটিং শেষে সভাকক্ষের চেয়ারগুলো এলোমেলো পড়ে থাকাই স্বাভাবিক। তা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ হয়ে এলো। কারণ, জাপানের বহুজাতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি নিসান এবার উদ্ভাবন করেছে স্বয়ংক্রিয় চেয়ার। মানুষ বসা থেকে উঠে গেলে এ চেয়ার নিজে থেকেই ডেস্কের পাশে চলে যাবে। আবার বসার সময় নিজেই এসে জায়গা করে দেবে, মানুষের হাত ব্যবহারের প্রয়োজন হবে না।
গাড়ির স্বচালিত পার্কিং প্রযুক্তি কাজে লাগিয়ে নিসান এ ধরনের চেয়ার তৈরি করে। এ চেয়ারের কার্যকারিতা জানাতে তারা বলছে, অত্যাধুনিক এ চেয়ার অফিসে আরও আরামদায়ক ও স্বস্তিকর পরিবেশ তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। এ উদ্ভাবনের ফলে জাপানের ব্যবসায়ীরা চেয়ার গোছানোর মতো ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন। কর্মীদের ব্যস্ততা সত্ত্বেও এ প্রযুক্তি অফিস আধুনিকায়নে গতি দেবে। একটি হাততালির মতো শব্দ করে মুহূর্তেই চেয়ার নিজ জায়গায় পৌঁছে যাবে।