বিশেষ খবর



Upcoming Event

ডায়াপার পরে অফিস

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

ঘটনা শুনে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে গুজব বলে উড়িয়ে দেয়ার জো নেই। যুক্তরাষ্ট্রের কয়েকটি পোল্ট্রি কারখানায় কাজের চাপ এতই বেশি যে কর্মীরা শৌচাগারে পর্যন্ত যেতে পারে না! তাই দিনের পর দিন ডায়াপার পরেই কাজ করতে হচ্ছে তাদের। তথ্যটি উঠে এসেছে ‘অক্সফাম-আমেরিকা’র একটি সমীক্ষায়। নামিদামি পোল্ট্রি কারখানার ওপর সমীক্ষাটি চালানো হয়। তার মধ্যে আছে টাইসন ফুডস, পিলগ্রিমস কিংবা পারদুর মতো নামকরা সংস্থাগুলো। ২৬৬ জন কর্মীর ওপর চালানো ওই সমীক্ষায় ৮০ শতাংশ কর্মী জানিয়েছে, তাদের শৌচাগারে যাওয়ার জন্য কাজের সময় কোনো বিরতি দেয়া হয় না। তাই ডায়াপার পরেই কাজ করতে হয়।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img