সিরিঞ্জ, পেন, পাম্প, জেট ইনজেকটর- এগুলো হলো ডায়াবেটিস রোগীদের সুস্থভাবে বেঁচে থাকার সহায়ক। তবে এসব পদ্ধতি যেমন বিরক্তিকর, তেমনি ব্যয়বহুল। এবার কিন্তু ছবিটা একদমই বদলাতে যাচ্ছে। নয়া ইনসুলিন প্যাচ ওয়ানটাচ নামে একটি যন্ত্র পুরো সেই পদ্ধতিকে জাদুঘরে পাঠিয়ে দিচ্ছে। এ যন্ত্রটিই স্বয়ংক্রিয়ভাবে ইনসুলিনের তৎক্ষণাৎ জোগান মেটাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই। চিকিৎসকরা জানাচ্ছেন, এই যন্ত্রের সঙ্গে লাগানো রয়েছে একটা জলনিরোধক প্যাচ, যা সরাসরি শরীরে ইনসুলিনের জোগান দেবে। এজন্য শুধু যন্ত্রটাকে শরীরে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দু’টি বোতাম টিপে দিলেই হলো।
তাছাড়া এ মেশিন পরে থাকা যায় জামার ভেতরেও। একটানা ৩ দিন ব্যবহার করা যায় বলে বারবার বদলানোর সমস্যাও নেই, যা নিঃসন্দেহে স্বস্তির।
চিকিৎসকরা জানিয়েছেন, এ যন্ত্রটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এরই মধ্যে বিশ্বের অনেক ডায়াবেটিস রোগী এ যন্ত্রটি ব্যবহার করেছেন এবং নিরাপদে রয়েছেন।