বিশেষ খবর



Upcoming Event

রানির ‘প্রেমপত্র’ বলে কথা

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

অনেক প্রেমের চিঠি কিংবা গানেই প্রেমিকার বিশেষণ হয় ‘রানি’। আর প্রেমিকের বিশেষণ হয় রাজা। কিন্তু আক্ষরিক অর্থে যিনি রানি, তাঁর প্রেমবিষয়ক পত্র কেমন হয়; তা কখনো পড়েছেন কিংবা দেখেছেন? সম্প্রতি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের এমন একটি চিঠি নিলামে বিক্রি হলো। ওই চিঠিতে উঠে এসেছে রাজা ফিলিপের সঙ্গে তাঁর প্রেমের প্রথম দিনগুলোর বর্ণনা। চিঠিটি বিক্রি হয়েছে ২০ হাজার ৭৫০ ডলারে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা। চিঠিটি ৬৯ বছর আগে লেখা। সালটা ১৯৪৭। আজকের রানি তখন বছর একুশের তরুণী। রাজা ফিলিপের প্রেমে হাবুডুবু অবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী চিঠির ইতিহাসটা এরূপ- প্রিন্স ফিলিপের সঙ্গে বিয়ের মাসখানেক আগে বিয়ের স্মারক বই বের করাটা রাজবাড়ির রেওয়াজ। ওই স্মারক বইয়ের জন্য চিঠি লিখতে রাজি হন এলিজাবেথ। আর বইটির দায়িত্বে ছিলেন লেখক বেটি শিউ। সাদা কাগজে রানি নিজ হাতে দুই পৃষ্ঠার ওই প্রেমপত্র লেখেন। তাতে উঠে এসেছে ১৩ বছর বয়সে প্রিন্স ফিলিপের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা। উঠে এসেছে নাইটক্লাবে নাচের সময় তাঁর সঙ্গে দেখা হওয়ার বিষয়টি। দু’জনের মধ্যে কখন, কোথায়, কতটুকু সময়ের জন্য দেখা হতো সেসবও বাদ যায়নি চিঠিতে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img