বিশেষ খবর



Upcoming Event

অচেনা বিছানায় নির্ঘুম কেন

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

পাঁচ তারা হোটেল, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা- এমন পরিবেশেও প্রথম রাতে বেশিরভাগ মানুষের ঠিকঠাক ঘুম হয় না। অর্থাৎ পরিবেশ যত মনোরমই হোক না কেন, অচেনা বিছানায় প্রথম প্রথম ঘুমাতে কষ্ট হয়। কিন্তু কেন -সেই প্রশ্নেরই উত্তর পাওয়ার দাবি করেছেন একদল গবেষক।
গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গবেষকরা। সম্ভাব্য কারণ খোঁজার ক্ষেত্রে একটা পূর্বানুমান ধরে এগিয়েছেন তারা। সেই অনুমান হলো, বেশ কয়েকটি প্রাণির মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশ সম্ভাব্য বিপদের জন্য সজাগ থাকে। গবেষকরা বলছেন, ‘নতুন বিছানায় প্রথমবার ঘুমাতে গেলে আমাদের মস্তিষ্কও নতুন জায়গাটিকে বিপজ্জনক ভাবে এবং মস্তিষ্ক পুরো কিংবা আংশিক সজাগ থাকে।’


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img