বিশ্বের উন্নত দেশগুলোর অন্যতম কানাডা। দেশটির একটি আদিবাসী সম্প্রদায় অন্টরিও প্রদেশের ‘অটোয়াপিস্কাট ফার্স্ট নেশন’। দারিদ্র্যসীমার খুবই নিম্নস্তরে বাস করে ১৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই সম্প্রদায়টির মানুষ। আর এ কারণেই আত্মহত্যার প্রবণতাও বেশি তাদের মাঝে। কানাডার আদিবাসী এই সম্প্রদায়টির আত্মহত্যা ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে অটোয়াপিস্কাট ফার্স্ট নেশন অঞ্চলে এবং সঙ্কট মোকাবেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ইউনিট পাঠানো হয়েছে আদিবাসী সম্প্রদায়টির কাছে। কানাডার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওই ইউনিটের সাথে মানসিক স্বাস্থ্য বিষয়ক দু’জন পরামর্শক পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ চার্লি অ্যাঙ্গাস বলেন- এটি একটি পদ্ধতিগত সঙ্কট, যা সম্প্রদায়টির ওপর প্রভাব বিস্তার করছে।