বিশেষ খবর



Upcoming Event

ঢাবিতে সিটি কর্পোরেশন নির্বাচন শীর্ষক মুক্ত আলোচনা সভা

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

রাষ্ট্রবিজ্ঞান সমিতি (রাস)-এর উদ্যোগে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির আলোকে সিটি কর্পোরেশন নির্বাচন ঃ গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ শীর্ষক এক মুক্ত আলোচনা সভা ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, বৈশাখী টেলিভিশনের নির্বাহী প্রধান ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট-এর সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দি ডেইলি অবজারভার পত্রিকার সহযোগী সম্পাদক সৈয়দ বদরুল আহ্সান এবং ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস-এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান অংশগ্রহণ করেন।
রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যা বলেন, গত তিন মাসের (জানুয়ারি-মার্চ) পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাসের সহিংস রাজনীতির বিভীষিকাময় অবস্থা স্বাভাবিকভাবেই জনগণকে ক্ষতবিক্ষত করে রেখেছে। জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ মেনে নিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেয়ার ক্ষেত্রে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ও প্রতিফলন অবশ্যই মেনে নিতে হবে।  ২০১৫ সালে বিএনপির পেট্রোল বোমার আন্দোলন মানুষের জীবন-জীবিকা অচল করে দিয়েছে। তিন সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রেক্ষিতে জনগণ গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেছে এবং উদ্যোগী হয়েছে। ২৮শে এপ্রিল নির্বাচন চলাকালীন তিন ঘন্টা সময়ের মধ্যে বিতর্কিতভাবে নির্বাচন বর্জন করে দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ পরিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন, শাসনতান্ত্রিক নিয়মানুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতির সুস্থ ধারায় ফিরে যেতে হবে। দেশের রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ল-ভ- করা কোনো প্রধান রাজনৈতিক দলের কাম্য হতে পারে না। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা, দেশকে গণতন্ত্রমুখী হতে না দেয়ার আত্মঘাতি কৌশল কোনো রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশিত নয়। আমরা সুস্থ রাজনীতিতে ফিরে যেতে চাই, সহনশীল গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ রচনা করতে চাই।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img